পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

আর কি চাও?

আর কি চাও তুমি

উদ্দাম যৌবন নিংড়ে ভালোবাসা দিয়েছি

সমর্পণ করেছি অনাঘ্রাত হৃদয়

উৎসর্গ করেছি শ্রেষ্ঠ সময়

তবু কেন হলে না সদয়?

 

আর কতো টুকু চাও

কতো কি পাওয়া হলে থামবে তুমি

কতো বেপরোয়া চুম্বনে মিটবে অধর তৃষ্ণা

দুর্বিনীত বাসনার রাতে

কতোটা নির্লজ্জ সুখে শীতল হবে ভূমি?

 

রমণ ক্লান্তির পরে

হৃদয়ে কতো টুকু প্রেম ঢেলে দিলে

অতঃপর তুমি প্রেমিকা হবে

আড়ষ্ঠ চিবুকে কতোটুকু স্পর্শ মেখে দিলে

অবশেষে তুমি কবিতা হবে? 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন