পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

যদি না থাকো তবে...

 

তুমি যদি কখনো না থাকো তবে

জানিনা আমার তখন কি হাল হবে

শার্টের বোতাম না লাগানোর ভুল

দেখিয়ে দিবে কে উঁচিয়ে আঙুল

 

কে খুঁজে দিবে চশমা কিংবা ঘড়ি

ঠিকঠাক লাগিয়ে দিবে মশারির দড়ি

দুধ চিনি কে মিশিয়ে দিবে চা'য়ে

ঘুমিয়ে গেলে চাদর টেনে দিবে গায়ে

 

বদলে দিবে কে ফুলদানির বাসি ফুল

ঠিক করে দিবে অগোছালো নষ্ট চুল

জানিনা আমার তখন কি হাল হবে

বিরহের আগুনে শুধু পুড়বো নীরবে//


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন