পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭

টান

তুমি আমায় যাদুর মতো টানো

টেনে কেনো কাছে আনো

আমি যে কালান্তরের চিল

বুকের ভিতর কষ্টের মিছিল

অবুঝ মেয়ে তুমি কি তা জানো


তুমি কি জানো...
             

ভিত‌রে ভিত‌রে গেছি আমি ধ্বসে

কিছুই পাবে না আর হৃদয়ে হৃদয় ঘসে

প‌রিপা‌টি আমি  এখন দুমড়ে মুচড়ে আছি 

জীবন নৌকার হাল ভে‌ঙ্গে‌ছে হা‌রি‌য়ে গে‌ছে কা‌ছি
                 
কেউ জা‌নে না কেউ বো‌ঝে না                         

দুঃখ তাপে এই হৃদয় কতোটা ঝলসানো


তুমি আমায় য‌তোই কা‌ছে টানো

অগোছা‌লো জীবন এখন হ‌্যাঙ্গা‌রে আঁটকা‌নো//




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন