পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭

না বলে আসা বৃষ্টি হয়ে এসো...

সন্ধ্যার মেঘ মালা হয়ে সখি
আমার
আকাশে এসো

শাদা বক পাখি হয়ে

না হয় একটু ভালোবেসো

না বলে আসা বৃষ্টি হয়ে

দিও চোখের কার্নিস ছুঁয়ে

সাত জাহান্নামের জমানো পাপ

জলোচ্ছ্বাসে দিও ধুয়ে

এসো ঝরাপাতার চিঠি হয়ে

আমার আঙিনাতে

ঝড়ো হাওয়া হয়ে এসো

বর্ষণ মুখর রাতে

তছনছ করে দিওগো আমায়

রিক্ত করে দিও

মধ্য রাতের বৃষ্টি হয়ে

সিক্ত করে দিও//

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন