পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

রবিবার, ৫ আগস্ট, ২০১২

আমার সকল ভালোবাসা শুধু তোমাকেই দিলাম

তুমি আমাকে আজ
বিষাদে আচ্ছন্ন করে দিলে
অসহ্য করে দিলে
তিক্ত করে দিলে
ব্যথিত করে দিলে
অথচ এই তুমিই একদিন
আমায় ভালোবেসেছিলে

তোমার কথার তোড়ে
আজ আমি আহত হলাম
রক্তাক্ত হলাম
দুঃখিত হলাম
আশ্চর্য হলাম
তবুও আমার সকল ভালোবাসা
শুধু তোমাকেই দিলাম//
 

২টি মন্তব্য:

  1. যে ভালোবাসায় দুঃখ নেই, তাতে কোনই সুখ নেই। তবে নিরবচ্ছিন্ন দুঃখ ভালোবাসার কবর রচনা করে। ভালোবাসা শুধুই দেবার নয়, পাবারও! দেবে আর নেবে মিলাবে মিলিবে তবেই না তা ভালোবাসা!!

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর বলেছেন হুদা ভাই, দেবে আর নেবে, মিলবে মিলাবে....। তবে ভালোবাসায় যে বেদনা, তাতেও হয়তো সুখ আছে । বেদনা মধুর হয়ে যায়, সে কাছে এলে...। অনেক অনেক ধন্যবাদ হুদা ভাই। :)

    উত্তরমুছুন