পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

রবিবার, ১২ আগস্ট, ২০১২

আমি ছিলাম তোমার এই জনমের শ্রেষ্ঠতম ভুল


শ্রাবণের রাতে যদি চোখে ঘুম না আসে
জানালার পাশে তুমি এসে দাঁড়িও
আমার কথা যদি মনে পড়ে যায়
গ্রিলের ওপাশে তখন দু'হাত বাড়িও
আমি বৃষ্টির জল হয়ে তোমায় ছুঁয়ে দিব
মনে জমাট কষ্ট গুলো সব ধুয়ে দিব
অথবা দমকা বাতাস হয়ে ছুঁয়ে দিব চুল
বুঝবে মেয়ে বুঝবে তখন আমি ছিলাম
তোমার এই জনমের শ্রেষ্ঠতম ভুল//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন