পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

চাঁদের সঙ্গে চলুক না হয় আমার অভিসার

হয়তো আমি ভালো নেই
হয়তো আমার মন খারাপ আজ
বুকেতে বিষের বীনা
মুখে তবু মিষ্টি হাসির কারুকাজ


হয়তো আমার পাথর চাপা কান্না
অশ্রু হয়ে ঝরে না
চোখের ভেতর জমাট অভিমান
বৃষ্টি হয়ে পড়ে না

তবু তুমি ভালো থেকো
সুখ-সমুদ্রের ওপার
একলা রাতে চাঁদের সঙ্গে
চলুক না হয় আমার অভিসার//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন