পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

ইচ্ছে কুঁড়ি



কেন মেঘ দেখিতে চায় হৃদয় কেন বৃষ্টি মাখিতে চায় গায়ে
কেন ঝরাপাতার নূপুর কুড়িয়ে বাঁধিতে চায় তোর পায়ে
তুই দহন শেষে বৃষ্টি বেশে আমার কাছে আসিস
বুকের ভিতর পাতা হয়ে সরোবরে ভাসিস
তুই ভাঙ্গিস যদি নীরবতা ভাঙ্গিস যদি অভিমান
তোর সঙ্গে চন্দ্র রাতে জোছনায় করবো স্নান।
কেন রোদ দেখিতে চায় হৃদয় শিশির মাখিতে চায় পায়ে
এই মন উড়িতে চায় তারা হইতে চায় তোর আকাশের গায়ে//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন