পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

আমি তখন প্রেমিক ছিলাম


এক চৈত্রের প্রখর খরতাপে তোমার চোখে আমি শ্রাবণ দেখেছিলাম
বোশেখের এক উদাস দুপুরে তোমার দুঠোঁটের সীমান্তে এঁকেছিলাম প্রথম শরৎ
এক শীতের ভোরে তোমার শীতল দেহে কিছু উষ্ণতা মেখে দিয়েছিলাম
তোমার রোদেলা চিবুক ছুঁয়ে কিছু কথা বলেছিলাম এক আনমনা ফাগুনে
বর্ষার এক বৃষ্টি রাতে বেপরোয়া আগ্রাসী হাতে তোমাকে ছুঁয়ে দিয়েছিলাম
তোমার চুলের গন্ধে বিভোর হয়ে কোন এক অগ্রহায়ণে একটি কবিতা লিখেছিলাম
কারণ তখন আমি প্রেমিক ছিলাম//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন