পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

ভালো বাসতেই হবে


আমাকে তোমার ভালো বাসতেই হবে
নয়তো দীর্ঘশ্বাসের আগুনে পোড়াবো তোমাকে
বেদনার কালো মেঘ ছড়িয়ে দেব তোমার আকাশে
তোমার হৃদয়ের সীমান্তে দিয়ে দিবো কাঁটাতারের বেড়া
তীব্র দৃষ্টি ছোবল হেনে বিধ্বস্ত করে দিবো তোমার তুমিকে
নিশ্চুপ রাতে দুঃস্বপ্ন হয়ে বার বার হানা দিবো তোমার ঘুমে
মধ্যযুগের কোন নগর দস্যু হয়ে লুট করে নিবো সকল স্বস্তি
বৃষ্টি হয়ে তোমার রোদেলা চোখে কিছু অশ্রু রেখে যাবো
আমাকে ভালোবাসতেই হবে নয়তো করতে হবে ঘৃণা
সুবিধাবাদী কোন অবস্থান আমি মেনে নিবো না//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন