পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪

পাপ


ঘাসের পাতায় রোদ জমেছে চক্ষু জুড়ে মেঘ
বক্ষ জুড়ে জল পিপাসা দুরন্ত আবেগ
খেয়ালি রাতে মেয়েলি হাত হঠাৎ জাপটে ধরে
চুড়ি ভাঙার শব্দে আমার দ্বিধা ভেঙে পড়ে
আচম্বিতে আমি যেন জলে দিলেম ঝাঁপ
দ্বিচারিণী হলো মেয়ে আমার হলো পাপ
তোর পদশব্দ পেয়ে আবার হবে ভোর
তোর হাসির নিক্কন শুনে আমার কাটবে ঘোর
আয়রে সখি আয় আমার ঘরে আয়
লজ্জা-সংকোচ রাখিস খুলে আমার দরজায়//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন