পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

আমার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই

আমার মনের সীমান্তে কাঁটাতারের বেড়া নেই
তাই ভালোবাসা অবাধেই অনুপ্রবেশ করে
আমাকে উজ্জীবিত করে আশাবাদী করে
ভালোবাসার স্পর্শ পেয়ে আমি রোদেলা হই
তারপর আমাকে বিপন্ন করে দিয়ে
অন্ধকার করে দিয়ে তছনছ করে দিয়ে
হঠাৎ সে চলে যায় রেখে যায় কিছু নীল বেদনা
দিনশেষে আমি হৃদয়ে একটি তাজা ক্ষত
আর দু’চোখে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে পড়ে থাকি
নিঃসঙ্গ পরিত্যক্ত দুমড়ানো কাগজের মতোই একা//
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন