পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

একলা কাটে আনমনা রাত চোখের কোনে জলের প্রপাত

নির্জনতা আমায় এখন
কুঁড়ে কুঁড়ে খায়
একলা কাটে আনমনা রাত
চোখের কোনে জলের প্রপাত
বালিশ ভিজে যায়

বুকের ভিতর চিতা জ্বলে
পুড়ছে হৃদয় পলে পলে
করি কি যে হায়নির্জনতা আমায় এখন
কুঁড়ে কুঁড়ে খায়//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন