পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

আমার রাত হলো না সকাল

কিছু ভুল ছুঁয়েছিলাম বলে
আমার রাত হলো না সকাল
ভুল রাস্তায় হেঁটেছিলাম বলে
পেলাম না তোমার নাগাল
তবুও মিথ্যে আশার স্বপ্ন বুনে
দীর্ঘ থেকে দীর্ঘ হলো
আমার বিরহ কাল//

২টি মন্তব্য:

  1. ভুল পথে হেঁটেছি তাই পাইনি তোমার নাগাল,
    তা ব'লে হয়নি মিছে সেই পথ হাঁটা;
    দীর্ঘ এ বিরহ কাল,কম পাওয়া নয়!
    পথের ভুলে বিরহ,অপূর্ব আস্বাদ!

    মাঝ গগনে রবির কঠোর হাসি
    এরই মাঝে নিশার আঁধার দেখি,
    সঠিক পথে হেঁটে তোমার দেখা পেলে
    হয়তো পেতাম তোমায় আপন করে!
    যা পেয়েছি,তা হতো না পাওয়া!!

    উত্তরমুছুন


  2. হা হা হুদা ভাই, আমার নেগেটিভ ধাঁচের কবিতা গুলোর পাঠ প্রতিক্রিয়ায় আপনার পজিটিভ অ্যাপ্রোচ বেশ ভালো লাগে। হায়, জীবনটাকে যদি আপনার মতো করে এমন ইতিবাচক দৃষ্টিকোন থেকে দেখতে পারতাম ! অনেক শুভকামনা রইলো। :)

    উত্তরমুছুন