পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

দিবা স্বপ্ন

 

সকালের রোদ গায়ে শুয়েছিলাম, আহা কি সুখ

সুপ্রভাত বললো এসে এক রমণীয় মুখ

বাসি মুখে তার হাসি মুখ দেখে হলেম পাগলপরা

স্বর্গ থেকে নেমে এলো বুঝি এক অপূর্ব অপ্সরা

আমি স্বপ্নের মাঝে তাকে দেখে হয়ে গেলাম ফিদা

একটু ছুঁয়ে দেখবো কিনা করছিলাম দ্বিধা

 

হঠাৎ কনুইর এক গুঁতো এসে লাগলো পাঁজরে  

চোখ মেলে রোজ দেখা মুখখানি দেখি আজও রে

বললেন তিনি, বেলা হয়েছে বাজারে কি যাবে না

দেরি করে বাজারে গেলে ভালো কিছুতো পাবে না

সহসা বাজারে যাওয়ার জন্য করি শয্যা ত্যাগ

হায় কোন শালা বানিয়েছে এই বাজারের ব্যাগ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন