পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

ভালোবাসা বিবর্ণ হওয়ার পরে

আমার জীবন থেকে তোকে মুছে ফেলেছি
ললাট থেকে মুছে দিয়েছি তোর নিঃশ্বাসের চিহ্ন

চিবুক থেকে মুছে দিয়েছি সব বেপরোয়া চুম্বন
নগ্ন বুক থেকে মুছে দিয়েছি কামুক হাতের উষ্ণ ছোঁয়া
শরীর থেকে ধুয়ে ফেলেছি সোঁদা সোঁদা ঘামের গন্ধ
আমার ঠোঁটে এখন আর তোর নোনতা ঠোঁটের স্বাদ লেগে নেই
তুই যে চুলে বিলি কাটতি সেই নষ্ট চুল গুলোও ছেঁটে ফেলেছি
বাসনার রাতে যে স্পর্শ পেলে তুই কেঁপে কেঁপে উঠতি
সেই আগ্রাসী বুনো স্পর্শের পারঙ্গমতাও এখন ভুলে গেছি
সমগ্র অস্তিত্ব থেকে সত্যি তোকে মুছে ফেলেছি
কিন্তু হৃদয়ের গভীরে তুই যে ক‌ষ্টের দাগ রেখে গেলি
বলতো সেটা মুছি কি করে?
                                              

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন