পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

বাসনা


আমি তোমাকে ছুঁয়ে দেখতে চাই
লজ্জার আস্তরণ ভেঙ্গে উন্মোচন করতে চাই সব রহস্য
ছুঁতে চাই তোমার দ্বিধা টুকু এবং নিঃশ্বাসের বাতাস
হৃদয়ে প্রণয়ের দাগ রেখে চলে গেল উদাসী শরৎ
আকাশ খুলে দিল তার নীল শাড়ির আঁচল
তবু সংশয়ের অবগুণ্ঠন খুলে তুমি নিজেকে মেলে দিলে না
তোমাকে একটু একটু করে আমি আবিস্কার করতে চাই
প্রণয়ের কবিতা লিখতে চাই তোমার উর্বসী শরীরে
আনমনা চিবুকে এঁকে দিতে চাই শিশির চুম্বন
বাসনার রাতে আমি তোমার প্রশ্রয় চাই
রক্ত ঠোঁটে ফুটাতে চাই ভালোবাসার কদম
তোমার মৌণ অভিমান ছুঁয়ে আবার আমি প্রেমিক হতে চাই //



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন