পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ২০ জুন, ২০১২

ও দুঃখবতী মেয়ে

যে মুখে দেখেছি হাসির বিদ্যুত 
মায়াবী সুখের কারুকাজ
কোন অজানা কষ্টে সে মুখ
ভারী বিষণ্ন আজ
যে চোখে দেখেছি আলোর নাচ

দেখেছি মায়াবী ঢং
সে চোখে কেন জল অভিমান

নীল কষ্টের রং
কেন সে চোখের কোনায়  

শ্রাবন মেঘের ছায়া ঘনায়                              
ও দুঃখবতী মেয়ে//

                          


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন