তুমি আমার হাতটি ধরো
আমি তোমার হাতটি ধরি
ভুল দুপুরে দুজনে এসো
হঠাৎ প্রেমে পড়ি
তুমি হও ইচ্ছের আকাশ
আমি নাটাই ছাড়া ঘুড়ি
তোমার বুকের অসীম নীলে
স্বপ্ন মেলুক কুঁড়ি
কিংবা আমি হই প্রমোদ তরী
তুমি আমার বন্দর
অথবা তুমি হও বিষ নাগিনী
আমি লক্ষীন্দর//
তুমি আমার হাতটি ধরো
আমি তোমার হাতটি ধরি
ভুল দুপুরে দুজনে এসো
হঠাৎ প্রেমে পড়ি
তুমি হও ইচ্ছের আকাশ
আমি নাটাই ছাড়া ঘুড়ি
তোমার বুকের অসীম নীলে
স্বপ্ন মেলুক কুঁড়ি
কিংবা আমি হই প্রমোদ তরী
তুমি আমার বন্দর
অথবা তুমি হও বিষ নাগিনী
আমি লক্ষীন্দর//
তুমি আমার নির্ঘুম রাত
ঘামে ভেজা আদুরে হাত
তুমি আমার লাজুক সকাল
সদ্য স্নাত টোলপড়া গাল
তুমি আমার রোদেলা শহর
নিশ্চুপ দুপুর দুষ্টু প্রহর
তুমি আমার খুব প্রিয় গান
শেষ বিকেলের অভিমান
তুমি আমার সন্ধ্যাবেলার ফুল
হঠাৎ করা স্বেচ্ছাচারী ভুল//